বাউফলে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে হেলথ ক্যাম্প

বাউফলে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে হেলথ ক্যাম্প

বাউফল (পটুয়াকালী) ০৩ নভেম্বর : পটুয়াখালীর বাউফলে ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতাল ( স্লোব-বাংলাদেশ )  এর আয়োজনে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আগামী ১০ নভেম্বর রোজ রবিবার  দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
হেলথ ক্যাম্প যে সব ডাক্তার রোগী দেখবেন,ডাঃ এ.কে.এম মুসা খান, ব্রিগেডিয়ার জেনারেল, প্রধান কার্ডিয়াক সার্জন, সি.এম.এইচ. ঢাকা, ডাঃ মোঃ আজিজুল ইসলাম,ব্রিগেডিয়ার জেনারেল চীফ, সাইক্রিয়াট্রিস্ট, সি.এম.এই, ঢাকা,ডাঃ মোঃ তুসাদ্দেক হুসাইন সিদ্দিক, চেয়ারম্যান ও প্রফেসর, মাইক্রোবায়োলজী বিবাগ, বি.এস,এম,এমইউ। ডাঃ আহম্মেদ আবু সালেহ, চেয়ারম্যান,শিশু সার্জারী বিভাগ,বি,এস,এম,এম,ইউ । ডাঃ নন্দিতা নাজমা, প্রফেসর, শিশু বিবাগ, ইন্টারন্যাসনালমেডিকেল কলেজ । ডাঃ জয়ন্ত কুমার ঘোষ, প্রিন্সিপাল,ম্যাটস-গাজীপুর,মেডিসিন স্পেশালিস্ট। ডাঃ সৈয়দ হাসান ইমাম আল মাসুম, প্রফেসর ও বিভাগীয় প্রধান , নাক কান গলা বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল । ডাঃ আশরাফ সাঙ্গদ,প্রফেসর ওবিবাগীয় প্রধান চক্ষু বিবাগ,বারডেম ঢাকা। ডাঃ মাহফুজা আক্তার ,সহযোগী অধ্যাপক,যৌন ওচর্ম বিভাগ.শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা । ডাঃ নূর জাহান,সহকারি অধ্যাপক,গাইনী ওঅবস বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ । ডাঃ জেবা আহম্মেদ ,গাইনোকরোজিস্ট ।ডাঃ মুহাম্মদ ইকবাল মেডিসিন বিবাগ।
এব্যাপরে  স্লোব-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ জুনায়েত আলী বলেন, স্লোব একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান । সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বাউফল উপজেলা সহ অন্যান্য জেলায় বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে । তারই ধারাবাহিকতায় স্লোবের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব ওর্য়েটাস ও চেয়ারম্যান রওসান জাহান মনি এর প্রতেষ্টায় যারা উপজেলার বাহিরে যেয়ে ভাল চিকিৎসা দিতে পারেন না তাদের জন্য ঢাকা থেকে আমন্ত্রন করে বিশেষজ্ঞ ডাক্তার দ্ধারা দিনব্যাপী চিকিৎসা প্রদান করা হবে ।